লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দপুরে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা
অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
এ সময় সকলের সহযোগিতা, ভালোবাসা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ক্লাবের প্রাক্তন সভাপতি ফিরুজ খান লোহানী, সাংবাদিক খাদেমুল হক বাবুল, এমকে দোলন বিশ্বাস, আঃ সামাদ, আব্দুল্লাহ আল লোমান বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় এতে ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন,যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, প্রতিদিনের সংবাদ হোসেন রানা, গেøাবাল টিভি ফিরুজ শাহ, আলোকিত সকালের রফিকুল ইসলাম রঞ্জু জনকন্ঠ
প্রতিনিধি সৈয়দ এনামুর রকিব, রুদ্রবাংলা প্রতিনিধি হোসেন শাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপ¯ি’ত ছিলেন।








