বাগেরহাটে টমেটো অপরিপক্ক ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে মানব বদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে পাকানো হচ্ছে অপরিপক্ক টমেটো। নিমিষেই টকটকে লাল বর্ণ ধারন করছে সবুজ টমেটো।এ ভাবে কার্বইড জাতীয় বিষ প্রয়োগ করে প্রকাশ্যে ক্ষেতেই পাকানো হচ্ছে এই জনপ্রিয় সবজি। উপজেলার প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের প্রায়৩ শতাধিক অসাধু কৃষক এই পহ্না অবলম্বন করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে এই টমেটো খেয়ে মানব দেহের অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রত্যাঙ্গ লিভার-কিডনি ও ফুস ফুসে বড়ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বিশেষজ্ঞদের অভিমত থাকলেও ; কর্তৃপক্ষের উদসিনতা উপজেলাবাসীকে ভাবিয়ে তুলছে।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ার কুল গ্রামের টমেটো ব্যবসায়ী বাবুল গাজী জানান তার গ্রামের বেশ কিছু কৃষক মানব দেহের ক্ষতিকর তরল রাসায়নিক মমেটোয় স্প্রে-করে কৃত্রিম ভাবে তা পাকিয়ে বাজারজাত করছেন। বারবার শতর্ক করা হলেও মানছেনা নিয়ম কানুন।

স্থানীয় বেলায়েত শেখ বলেন তার ঘের পাড়ের টমেটো চাষি জাহাঙ্গীর মাঝি এই কাজে লিপ্ত। সে আমাকে কীটনাশক ব্যবসায়ী বাবু মাঝির কাছ থেকে রাসায়নিক এনে টমেটো পাকাতে পরামর্শদেয়। বাবু মাঝি উক্ত তরল রাষায়নিক এলাকায় সরবরাহ করে।

স্থানীয় ফারুক হোসেন জানান উপজেলার ১০-১৫টি গ্রামের প্রায় ৩ শতাধিক অসাধু কৃষক টমেটোয় ক্ষতিকর রাষায়নিক প্রয়োগ করে বাজারে রপ্তানী করছে; এতে মানব দেহের ক্ষতি সাধন হচ্ছে।

চৌদ্দহাজারী গ্রামের আলমগীর হোসেন (৭৫) বলেন হাট বাজারে যে সকল টমেটো ব্যবসায়ীরা চাটি পেতে ক্রয় করছেন তার অর্ধেক পরিমান রাষায়নিক মিশ্রিত। কৃত্রিম উপয়ে পাকানো। বেশী মুনফার আশায় প্রকাশ্যে ও গোপনে ক্ষতিকর এই টমেটো বিকি-কিনি করা হচ্ছে।  উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সিফাত আল মারুফ বলেন বিষটি  জেনেছি অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে জানতে জাহাঙ্গীর মাঝি ও বাবু মাঝির কাছে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাউল আবুল সরকারের শাস্তি চায় হেফাজত

» রাজধানীর মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

» ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন: গোলাম পরওয়ার

» দক্ষিণ চীনের সঙ্গে রেল সংযোগ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

» পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘২০১৪ সালে কংগ্রেসের পরাজয়ে দায়ী সিআইএ ও মোসাদ’

» যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরো ৩৯ বাংলাদেশিকে

» সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

» গণতন্ত্রে ফেরার অপেক্ষায় গোটা জাতি: মির্জা ফখরুল

» দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগেরহাটে টমেটো অপরিপক্ক ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে মানব বদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে পাকানো হচ্ছে অপরিপক্ক টমেটো। নিমিষেই টকটকে লাল বর্ণ ধারন করছে সবুজ টমেটো।এ ভাবে কার্বইড জাতীয় বিষ প্রয়োগ করে প্রকাশ্যে ক্ষেতেই পাকানো হচ্ছে এই জনপ্রিয় সবজি। উপজেলার প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের প্রায়৩ শতাধিক অসাধু কৃষক এই পহ্না অবলম্বন করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে এই টমেটো খেয়ে মানব দেহের অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রত্যাঙ্গ লিভার-কিডনি ও ফুস ফুসে বড়ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বিশেষজ্ঞদের অভিমত থাকলেও ; কর্তৃপক্ষের উদসিনতা উপজেলাবাসীকে ভাবিয়ে তুলছে।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ার কুল গ্রামের টমেটো ব্যবসায়ী বাবুল গাজী জানান তার গ্রামের বেশ কিছু কৃষক মানব দেহের ক্ষতিকর তরল রাসায়নিক মমেটোয় স্প্রে-করে কৃত্রিম ভাবে তা পাকিয়ে বাজারজাত করছেন। বারবার শতর্ক করা হলেও মানছেনা নিয়ম কানুন।

স্থানীয় বেলায়েত শেখ বলেন তার ঘের পাড়ের টমেটো চাষি জাহাঙ্গীর মাঝি এই কাজে লিপ্ত। সে আমাকে কীটনাশক ব্যবসায়ী বাবু মাঝির কাছ থেকে রাসায়নিক এনে টমেটো পাকাতে পরামর্শদেয়। বাবু মাঝি উক্ত তরল রাষায়নিক এলাকায় সরবরাহ করে।

স্থানীয় ফারুক হোসেন জানান উপজেলার ১০-১৫টি গ্রামের প্রায় ৩ শতাধিক অসাধু কৃষক টমেটোয় ক্ষতিকর রাষায়নিক প্রয়োগ করে বাজারে রপ্তানী করছে; এতে মানব দেহের ক্ষতি সাধন হচ্ছে।

চৌদ্দহাজারী গ্রামের আলমগীর হোসেন (৭৫) বলেন হাট বাজারে যে সকল টমেটো ব্যবসায়ীরা চাটি পেতে ক্রয় করছেন তার অর্ধেক পরিমান রাষায়নিক মিশ্রিত। কৃত্রিম উপয়ে পাকানো। বেশী মুনফার আশায় প্রকাশ্যে ও গোপনে ক্ষতিকর এই টমেটো বিকি-কিনি করা হচ্ছে।  উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সিফাত আল মারুফ বলেন বিষটি  জেনেছি অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে জানতে জাহাঙ্গীর মাঝি ও বাবু মাঝির কাছে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com