সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা বাসস্ট্যান্ড থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন যানবাহন নিয়ে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা।
এসময় পথসভায় বক্তব্য রাখেন মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা কেউই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছেন। সেজন্য মানুষ এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন। জামায়াতে ইসলামী একমাত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজতসহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দে নিরাপদ জীবন যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনসহ সর্বত্রই জামায়াতে ইসলামীর বিজয় হবেই।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারী জেনারেল সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারী মো. হারুন অর রশীদ, পৌর জামায়াত আমির মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







