পুলিশের ওপর হামলা, দুই চাঁদাবাজ গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজি রোধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।

 

গ্রেফতাররা হলেন চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে ও মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত প্রধানের ভাই মো. রানা (২৭), এবং একই গ্রামের রুফ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। এর আগে, মঙ্গলবার  চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ-পুলিশ জানায়, একটি বাল্কহেডের সুকানি ফোনে জানান যে কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। পুলিশ ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা পুলিশের দিকে টেঁটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর রহমান আহত হন।

 

ভিডিও ফুটেজে দেখা যায়- এক যুবক পুলিশের স্পিডবোটের দিকে টেঁটা নিক্ষেপ করেন। এসময় পুলিশকে বলতে শোনা যায়- “ফায়ার করো।” পরে এক পুলিশ সদস্যের হাতে টেঁটা বিঁধে গেলে সেখানে কাপড় বেঁধে রক্ত বন্ধ করতে দেখা যায়। একজন বাল্কহেড সুকানি বলেন, এই পথে চলাচল করতে হলে প্রায়ই চাঁদা দিতে হয়। তারা ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করে। সুযোগ পেলে অস্ত্র নিয়ে এসে মারধরও করে।

 

নৌ-পুলিশ ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, আমরা নৌপথে চাঁদাবাজির খবর পেয়ে সেখানে যাই। চাঁদাবাজরা আমাদের লক্ষ্য করে টেঁটা ছোড়ে। আমরা আত্মরক্ষার্থে ২১ রাউন্ড গুলি চালাই। তিন পুলিশ আহত হলেও দুইজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মেঘনা নদীপথ সুরক্ষিত রাখতে নৌ-পুলিশ সবসময় কাজ করে যাবে।

 

এর আগে, সোমবার  বিকেলে মেঘনার কাঁঠালিয়া নদী থেকে চাঁদাবাজির সময় কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও নৌপথের শীর্ষ চাঁদাবাজ মামুনের চাচাতো ভাই আক্তার হোসেনকে (৪৫) আটক করেছিল নৌ-পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

» আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতে হারল যুবারা

» মেয়েকে যে অভ্যাস পরিবর্তন করতে বললেন শাহরুখ

» পশ্চিম তীরে এক মাসেই ২৩৫০টি ইসরায়েলি হামলা: রিপোর্ট

» বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

» জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে

» আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয়: কাদের গনি চৌধুরী

» ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

» পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লেসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশের ওপর হামলা, দুই চাঁদাবাজ গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজি রোধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।

 

গ্রেফতাররা হলেন চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে ও মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত প্রধানের ভাই মো. রানা (২৭), এবং একই গ্রামের রুফ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। এর আগে, মঙ্গলবার  চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ-পুলিশ জানায়, একটি বাল্কহেডের সুকানি ফোনে জানান যে কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। পুলিশ ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা পুলিশের দিকে টেঁটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর রহমান আহত হন।

 

ভিডিও ফুটেজে দেখা যায়- এক যুবক পুলিশের স্পিডবোটের দিকে টেঁটা নিক্ষেপ করেন। এসময় পুলিশকে বলতে শোনা যায়- “ফায়ার করো।” পরে এক পুলিশ সদস্যের হাতে টেঁটা বিঁধে গেলে সেখানে কাপড় বেঁধে রক্ত বন্ধ করতে দেখা যায়। একজন বাল্কহেড সুকানি বলেন, এই পথে চলাচল করতে হলে প্রায়ই চাঁদা দিতে হয়। তারা ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করে। সুযোগ পেলে অস্ত্র নিয়ে এসে মারধরও করে।

 

নৌ-পুলিশ ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, আমরা নৌপথে চাঁদাবাজির খবর পেয়ে সেখানে যাই। চাঁদাবাজরা আমাদের লক্ষ্য করে টেঁটা ছোড়ে। আমরা আত্মরক্ষার্থে ২১ রাউন্ড গুলি চালাই। তিন পুলিশ আহত হলেও দুইজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মেঘনা নদীপথ সুরক্ষিত রাখতে নৌ-পুলিশ সবসময় কাজ করে যাবে।

 

এর আগে, সোমবার  বিকেলে মেঘনার কাঁঠালিয়া নদী থেকে চাঁদাবাজির সময় কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও নৌপথের শীর্ষ চাঁদাবাজ মামুনের চাচাতো ভাই আক্তার হোসেনকে (৪৫) আটক করেছিল নৌ-পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com