ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা এনাম সিদ্দিকীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি এনায়েতপুর গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে।
এনাম সিদ্দিকীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো রবিবার সকাল সাড়ে আটটার দিকে এনাম প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। তিনি এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকীর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে, এনাম সিদ্দিকী আহত হওয়ার খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার সুচিকিৎসার বিষয়টি তিনি দেখাশোনা করছেন। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি।








