আবু মুসা মোহন:-লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রমনী কলতলা পোদ্দার বাড়ি এলাকার বাসিন্দা সাধন বালা জীবিকার তাগিদে প্রতিদিন বাজারে বসে তরকারি বিক্রি করেন। সংসারে স্ত্রীর সহযোগিতায় দিনমজুরির মতো কষ্ট করে চলছে তাদের জীবন।
চকবাজার জামে মসজিদের সামনে তিনি প্রতিদিন মাত্র ৩০০ টাকা মূল্যের তরকারি বিক্রি করেন, আর ১০০ টাকা গাড়ীভাড়া দিয়ে বাজারে আসেন। সামান্য এই আয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তার জন্য।
স্থানীয়দের প্রতি তার আবেদন যদি কেউ তরকারি কেনার মাধ্যমে বা যে কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে পরিবারটি কিছুটা স্বস্তি পাবে।
যোগাযোগ: ০১৭৩২২১২৫২৬ (সাধন বালা)
ঠিকানা: রমনী কলতলা পোদ্দার বাড়ি, লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ড বিক্রির স্থান: চকবাজার জামে মসজিদের সামনে
গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বএগিয়ে আসুন যাদের পাশে কেউ নেই, তাদের পাশে আমরা থাকি।







