আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ‘রফিক’ চরিত্রে অভিনয় করবেন রাজ। আর ‘শারমিন’ চরিত্রে অভিনয় করবেন মিম। এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড। ঠিক তখনই রাজের তৎকালীন স্ত্রী পরীমণি বিস্ফোরক অভিযোগ তোলেন। ফেসবুকে একাধিক পোস্টে তিনি দাবি করেন, রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তার সংসার ধ্বংস করছে। সেই সময় পরীমণি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে সরগরম ছিল সিনেমা পাড়া। বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না।
২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। রাজ এখন ‘সিঙ্গেল’ হওয়ায় মিমের ফেরার পথে আগের মতো আর কোনো বাধা নেই। একসময় যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার অপবাদ উঠেছিল, তাদের এই প্রত্যাবর্তন এখন ভক্তদের মাঝে আলোচনায়। সূএ : ঢাকা পোস্ট ডটকম








