সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল-অভিনেত্রী মোনালিসা ‘ট্র্যাপড’ নামের যে সিনেমায় অভিনয় করেছেন, সেটি দেখা যাচ্ছে ইউটিউবে।
হৃদয় খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটি প্রচারে এসেছে। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের ‘ট্র্যাপড’ বানানো হয়েছে নিউ ইয়র্ক শহরে। নিজের দেশ ছেড়ে অন্য দেশে আটকে পড়ার গল্পে এগিয়ে গেছে সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি এই সিনেমা পরিচালনা করেছের হৃদয়।
হৃদয়ের ভাষ্য, তার জীবনের গল্পে বোনা হয়েছে সিনেমার চিত্রনাট্য। হৃদয় বলেন, অনেক সময় নিয়ে কাজটি তৈরি। এতে দীর্ঘদিন পর অভিনয়ে দেখা গেছে মোনালিসাকে। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।
সিনেমায় হৃদয় খান ও মোনালিসা ছাড়াও নিউ ইয়র্কের স্থানীয় কিছু শিল্পী এতে অভিনয় করেছেন।








