জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাবে নিজের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। অনুরাগীরা যখন তার কাছে রণবীর কাপুরের সঙ্গে পুনরায় কাজ করার আবদার জানান, তখন দীপিকা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন।
অভিনেত্রী জানান, রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো কিছুই চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন পর দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।
তাদের মতে, ভালো গল্প আর স্ক্রিপ্ট পেলে আবারও পর্দায় পুরোনো সেই জাদু ফিরিয়ে আনতে পারেন এই সাবেক জুটি। এদিকে গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ দেখা গেছে রণবীর ও দীপিকাকে। সেই সময় তিক্ততা ভুলে একে-অপরকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন তারা।








