সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যেতে চলেছে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান-এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি এক ইন্টারভিউয়ে তেমনই ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। তবে কোন সিনেমা তার নাম উল্লেখ করেননি তিনি। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে পারেন শাহরুখ খান ও রজনীকান্ত। এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রাওয়ান’ ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ওই ছবিতে রজনীকান্ত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও ঘরানা আছে কি না, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি বা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে অভিনেতা বলেন, ও ভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী ছবি ‘জেলার ২’, সেখানে সকলেই আমার বিরুদ্ধে। এরপরেই ছবির কলাকুশলী সম্পর্কে তিনি বলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। তার কথায় শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি, সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।
উল্লেখ্য, ‘জেলার ২’ হচ্ছে রজনীকান্ত অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল। প্রথম পর্বটি ভারতে প্রায় ৩৪৮.৫৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ৬০৪.৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘জেলার ২’ দিয়ে দীর্ঘদিন পর এক ছবিতে দুই সুপারস্টারের উপস্থিতি সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হতে চলেছে।
সূত্র: আনন্দবাজার।








