বিমানের ৭৪১ কোটি টাকা ক্ষতির মামলায় সাবেক বিচারপতিসহ তিনজনের জামিন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  পুরনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ফজলে কবির।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ বছরের জন্য ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ ভাড়ায় নেয়। তবে চুক্তি অনুযায়ী রক্ষণাবেক্ষণ না হওয়ায় এবং একাধিকবার ইঞ্জিন বিকল হওয়ায় বিমান পরিচালনায় বিপর্যয় দেখা দেয়। এ সময় ইজিপ্ট এয়ার থেকে অতিরিক্ত ইঞ্জিন ভাড়া নিতে হয়, যা অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে। ফলে মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো ইঞ্জিনের জন্যও বিপুল অর্থ ব্যয় হয়।

চুক্তিতে সময়সীমা নির্ধারিত না থাকায় ইজিপ্ট এয়ার এবং মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধ করতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার ফলে রাষ্ট্রের ক্ষতি হয় প্রায় ৭৪১ কোটি টাকা।

এই ঘটনায় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে উপপরিচালক আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে প্রথমে ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

পরবর্তীতে তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়া গেলে মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল ইতোমধ্যে মারা গেছেন।

গত ৫ নভেম্বর আদালত ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এবং পলাতক সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন : সামান্তা শারমিন

» আজ কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল: হাসনাত আব্দুল্লাহ

» গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

» ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

» ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

» ২৩ নভেম্বর বিপিএলের নিলাম

» বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত: কাজল

» উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিমানের ৭৪১ কোটি টাকা ক্ষতির মামলায় সাবেক বিচারপতিসহ তিনজনের জামিন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  পুরনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ফজলে কবির।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ বছরের জন্য ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ ভাড়ায় নেয়। তবে চুক্তি অনুযায়ী রক্ষণাবেক্ষণ না হওয়ায় এবং একাধিকবার ইঞ্জিন বিকল হওয়ায় বিমান পরিচালনায় বিপর্যয় দেখা দেয়। এ সময় ইজিপ্ট এয়ার থেকে অতিরিক্ত ইঞ্জিন ভাড়া নিতে হয়, যা অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে। ফলে মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো ইঞ্জিনের জন্যও বিপুল অর্থ ব্যয় হয়।

চুক্তিতে সময়সীমা নির্ধারিত না থাকায় ইজিপ্ট এয়ার এবং মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধ করতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার ফলে রাষ্ট্রের ক্ষতি হয় প্রায় ৭৪১ কোটি টাকা।

এই ঘটনায় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে উপপরিচালক আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে প্রথমে ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

পরবর্তীতে তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়া গেলে মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল ইতোমধ্যে মারা গেছেন।

গত ৫ নভেম্বর আদালত ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এবং পলাতক সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com