ডিম- ২টি
টমেটো- ১টি
পেঁয়াজ কুচি- একটি
কাঁচা মরিচ কুচি- ২টি
মরিচের গুঁড়া- ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া- সামান্য
লবণ- পরিমাণমতো
মেয়নেজ- ২ টেবিল চামচ
টমেটো সস- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : চুলায় কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর তাতে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না নরম হয়। টমেটো নরম হয়ে গেলে তাতে ডিম ভেঙে মিশিয়ে দিন। টমেটো ও ডিম ভাজা ভাজা হয়ে গেল নামিয়ে নিন। পাউরুটির উপর মেয়োনিজ মাখিয়ে তার উপর সস দিয়ে ডিমের ঝুরিটা দিয়ে দিন। তার উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু এগ স্যান্ডউইচ ।







