ক্যাপসিকাম- ১টি
টমেটো- ২টি
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
টমেটো সস- পরিমাণমতো
সয়া সস- পরিমাণমতো
তেল- ভাজার জন্য
সাসলিক কাঠি- প্রয়োজন অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন : চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো ডুমো করে কেটে নিন। এবার একটি পাত্রে সব মসলা ও চিংড়ি মেখে নিন। সাসলিক কাঠিতে একটার পরে একটা উপাদান দিয়ে সাজিয়ে কাঠিতে ঢুকিয়ে তৈরি করে নিন। প্যানে তেল গরম হলে সাসলিকগুলো দুইপাশে ভালো করে ভেজে তুলে নিন।







