তৈরি করতে যা লাগবে
বিফ কিমা- ২৫০ গ্রাম
কিউব করে কাটা আলু- ২টি
কিউব করে কাটা টমেটো- ১টি
পেঁয়াজ কুচি- ২টি
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
লবণ- পরিমাণমতো
হলুদ- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ২ চামচ
তেজপাতা- ২টি
টমেটো সস- ১ চা চামচ
চিলি সস- ১ চা চামচ
সয়াবিন তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রেসার কুকার চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল গরম করে নিন। এবার তাতে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিন। এবার তাতে কিমা দিয়ে সব মসলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে একটি সিটি দিয়ে নিন। এরপর ঢাকনা খুলে তাতে আলু দিয়ে ভালো আবার ও কষিয়ে নিয়ে টমেটো কুচি ও হট টমেটো সস, কাঁচা মরিচ এর সস ও গরম মসলা গুঁড়া দিন। ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে অপেক্ষা করুন সেদ্ধ হওয়া পর্যন্ত।







