ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খায়রুল আমিনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ও খায়রুল দু’জন বাল্যবন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের টানাপড়েন তৈরি হয়। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খায়রুল ঘরের সিঁধ কেটে ওমরের ঘরে প্রবেশ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, ইতোমধ্যে অভিযুক্ত খায়রুলকে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে কী নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ ছিল- সেটি এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।