ঢাকা, মঙ্গলবার, ২৩সেপ্টেম্বর ২০২৫: দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের ফাইন্যান্সিং সুবিধা দিতেপ্রতিষ্ঠানটিরসাথেচুক্তিকরেছেব্র্যাকব্যাংক।
এই সহযোগিতার মাধ্যমেডিস্ট্রিবিউটররা এডিসন ইন্ডাস্ট্রিজ থেকে পণ্য ও সেবা ক্রয়েরজন্যব্র্যাক ব্যাংকের সিকিউরড ও আনসিকিউরড ফাইন্যান্সিং সুবিধা নিতেপারবেন। এই সুবিধা ডিস্ট্রিবিউটরদের কার্যক্রমকে আরও গতিশীল করারপাশাপাশিতাঁদেরব্যবসায়েরপ্রবৃদ্ধিও ত্বরান্বিত করবে।
এডিসন ইন্ডাস্ট্রিজ সিম্ফনি ও হেলিও ব্র্যান্ডের মোবাইলফোন সংযোজন করে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কনগ্লোমারেট এডিসন গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স, ফুটওয়্যার, লজিস্টিকস, বিদ্যুৎ, রিয়েল এস্টেট, ফ্রেইট ফরওয়ার্ডিং, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য খাতেরব্যবসায়েওযুক্ত।
এডিসনইন্ডাস্ট্রিজ ও ব্র্যাকব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিতহয়। এ সময় এডিসন ইন্ডাস্ট্রিজের পক্ষে উপস্থিত ছিলেনপ্রতিষ্ঠানটিরফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড কমার্শিয়ালেরডেপুটি ডিরেক্টর মো. ফেরদাউস-উল-আলম,হেড অব সেলস অ্যান্ড মার্কেটিংমোহাম্মদ আবু সায়েমএবংডিস্ট্রিবিউশন অ্যান্ড লজিস্টিকসেরজেনারেলম্যানেজার. মো মুস্তাফিজুর রহমান।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেনব্যাংকটিরঅ্যাডিশনালম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডহেডঅবএসএমইব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসমো.শাহীন ইকবালসিএফএ,হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল)আলমগীর হোসেন,হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমএবংকর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়েরএরিয়াহেড আবু সাদাত চৌধুরী।
এই সুবিধারমাধ্যমে এডিসন ইন্ডাস্ট্রিজের ডিস্ট্রিবিউটররা তাঁদেরপ্রয়োজনঅনুযায়ীঅর্থায়নসুবিধানিতেপারবেন। এইসুবিধাতাঁদের নগদ প্রবাহব্যবস্থাপনা, উন্নত কার্যকারিতা এবং বাজারে শক্তিশালী উপস্থিতিনিশ্চিতকরবে।
এইউদ্যোগটিউদ্ভাবনী আর্থিক সল্যুশনেরমাধ্যমেদেশেরএসএমই ও তাঁদের ব্যবসায়িক অংশীদারদের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিতকরারব্যাপারে ব্র্যাকব্যাংকেরপ্রতিশ্রুতিরপ্রতিফলন।