ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ঢাকায় প্রথমবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান নিয়ে অনেকেই খুশি। কিন্তু আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিক ঢুকতে পারেননি অনুষ্ঠানে। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

এবার বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (১২ নভেম্বর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার…আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।

ক্রিকেটের উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সরকারের ভেতরে দু-একটা ‘ভূত’ আছে: রিজভী

» নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

» তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

» পতিত ফ্যাসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে : ইসলামী আন্দোলন

» ১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ

» আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

» সেই সময় শিবির সন্দেহে কাউকে হত্যা করা হলে বিচার ছিল না: আখতার

» সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে: আমীর খসরু

» ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

» পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ঢাকায় প্রথমবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান নিয়ে অনেকেই খুশি। কিন্তু আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিক ঢুকতে পারেননি অনুষ্ঠানে। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

এবার বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (১২ নভেম্বর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার…আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।

ক্রিকেটের উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com