জাহানারার অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি চাইলেন তামিম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জাহানারা আলমের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। বিষয়টি নিয়ে তিনি আগেও সোচ্চার ছিলেন, এবার সরাসরি সরকারি উদ্যোগ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন।

ফেসবুক পোস্টে তামিম লেখেন, “জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকেই বিসিবির গুরুত্বপূর্ণ পদে আছেন। তাই বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নিয়ে নানামুখী সংশয় থেকেই যাচ্ছে।

সরকারি পদক্ষেপের অভাবে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “দেশের ক্রিকেটে এমন আলোড়ন তৈরি হওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, এবারও দাবি জানাচ্ছি—অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। সেখানে নারী অধিকারকর্মী, যৌন হয়রানিবিরোধী বিশেষজ্ঞ এবং মনস্তাত্ত্বিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যদি এই অভিযোগগুলোর সঠিক তদন্ত না করি, তবে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশের নারীদের কাছেই আমরা দায়ী থাকব।”

নারীদের সাহসিকতার প্রশংসা করে তামিম বলেন, “যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, তাদের সবাইকে স্যালুট জানাই সাহসিকতার জন্য। আর যারা এখনও সংকোচে আছেন, তাদের বলছি—ইটস নেভার টু লেট। আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।”

বিসিবির বর্তমান স্লোগান ‘ক্রিকেট ফর অল’ প্রসঙ্গে তামিম যোগ করেন, “আমার মনে হয়, এর আগে জরুরি হলো ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের উচিত দেশের সব খেলাকে সম্মান জানানো। প্রতিটি খেলাই আমাদের, প্রতিটি খেলাই বাংলাদেশের।”

tamim

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

» চার কারখানায় শ্রমিক বিক্ষোভ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

» সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে

» থাই চিকেন কারি রেসিপি

» ডায়াবেটিস নিয়ে ভ্রমণে করণীয়

» কম দামে কিনতে পারবেন এই কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন

» রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ

» শেখ হাসিনার রায় ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

» সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব ফ্রিজ

» জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাহানারার অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি চাইলেন তামিম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জাহানারা আলমের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। বিষয়টি নিয়ে তিনি আগেও সোচ্চার ছিলেন, এবার সরাসরি সরকারি উদ্যোগ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন।

ফেসবুক পোস্টে তামিম লেখেন, “জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকেই বিসিবির গুরুত্বপূর্ণ পদে আছেন। তাই বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নিয়ে নানামুখী সংশয় থেকেই যাচ্ছে।

সরকারি পদক্ষেপের অভাবে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “দেশের ক্রিকেটে এমন আলোড়ন তৈরি হওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, এবারও দাবি জানাচ্ছি—অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। সেখানে নারী অধিকারকর্মী, যৌন হয়রানিবিরোধী বিশেষজ্ঞ এবং মনস্তাত্ত্বিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যদি এই অভিযোগগুলোর সঠিক তদন্ত না করি, তবে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশের নারীদের কাছেই আমরা দায়ী থাকব।”

নারীদের সাহসিকতার প্রশংসা করে তামিম বলেন, “যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, তাদের সবাইকে স্যালুট জানাই সাহসিকতার জন্য। আর যারা এখনও সংকোচে আছেন, তাদের বলছি—ইটস নেভার টু লেট। আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।”

বিসিবির বর্তমান স্লোগান ‘ক্রিকেট ফর অল’ প্রসঙ্গে তামিম যোগ করেন, “আমার মনে হয়, এর আগে জরুরি হলো ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের উচিত দেশের সব খেলাকে সম্মান জানানো। প্রতিটি খেলাই আমাদের, প্রতিটি খেলাই বাংলাদেশের।”

tamim

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com