বিপিএলের সূচিতে আবারও পরিবর্তন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আবারও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্থগিত ম্যাচের সূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমে জানানো হয়েছিল ম্যাচ দুটি বুধবার অনুষ্ঠিত হবে। তবে আবারও সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানায়, আজকের স্থগিত দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় সেদিনও কোনো খেলা থাকছে না।

বিসিবি আরও জানায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার যে সূচি ছিল, সেটিও পরিবর্তিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুটি ম্যাচই ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যদিও ম্যাচ শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।

হঠাৎ ম্যাচ স্থগিতের ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। তবে দর্শকদের জন্য সুখবর হলো মঙ্গলবারের ম্যাচের জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা একই টিকিটে ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।

সিলেট পর্বে এখন পর্যন্ত বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি রয়েছে আরও ৬টি। পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের মুখ দেখেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

» জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

» বর্তমান বাংলাদেশে কোন রাজাকার নেই: জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান

» অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: মির্জা ফখরুল

» গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

» ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

» এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

» জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

» সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

» আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপিএলের সূচিতে আবারও পরিবর্তন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আবারও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্থগিত ম্যাচের সূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমে জানানো হয়েছিল ম্যাচ দুটি বুধবার অনুষ্ঠিত হবে। তবে আবারও সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানায়, আজকের স্থগিত দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় সেদিনও কোনো খেলা থাকছে না।

বিসিবি আরও জানায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার যে সূচি ছিল, সেটিও পরিবর্তিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুটি ম্যাচই ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যদিও ম্যাচ শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।

হঠাৎ ম্যাচ স্থগিতের ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। তবে দর্শকদের জন্য সুখবর হলো মঙ্গলবারের ম্যাচের জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা একই টিকিটে ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।

সিলেট পর্বে এখন পর্যন্ত বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি রয়েছে আরও ৬টি। পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের মুখ দেখেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com