ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন ব্যারিস্টার নুসরাত খান। বাগদানের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসে দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে নুসরাত খান লেখেন, “আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।”
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর বারিধারায় পারিবারিকভাবে ইশরাক-নুসরাতের বাগদান সম্পন্ন হয়েছে।
কনে নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। তিনি পেশায় একজন ব্যারিস্টার।
বর ইশরাক হোসেন বিএনপির শীর্ষ নেতা ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা ইশরাক ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনা শেষে যুক্তরাজ্যে কিছুদিন পেশাগত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
বাগদানের বিষয়টি নিয়ে ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, “হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পরানো হয়েছে। সবার কাছে দোয়া চাই।”







