আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের বাবুরহাট সংলগ্ন ছানা চত্তরের দিবা শিল্পালয়ে দীপ্ত ভক্তের স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল দোকানের পেছনের বেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে লকারের বোল্ট খুলে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
আজ সকালে দোকান মালিক দীপ্ত ভক্ত দোকানের শাটার খুলে ভিতরের অবস্থার দেখে হতবাক হয়ে যান। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী দীপ্ত ভক্ত জানান, দোকানে থাকা স্বর্ণালঙ্কারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে। তিনি দ্রুত প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়রা বলেন, এর আগেও ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় চুরি ঘটনা ঘটে অতি দ্রুত পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।