ক্রিকেটারদের দেশের বাইরে ঈদ পালন করা নতুন কিছু নয়। এক মাস সিয়াম সাধনার পর পুরো বিশ্ব জুড়ে ঈদুল-ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদ সবাই নিজেদের পরিবারের সঙ্গে কাটিয়ে থাকেন। কিন্তু কিছু পেশার মানুষ আছে যারা পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারেন না। পেশাদার ক্রিকেটার হিসেবে অনেকেই ঈদের সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন, বঞ্চিত হন ঈদ আনন্দ থেকে। এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যে জাহানারা আলমই এক মাত্র ক্রিকেটার যিনি একাধিক ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন। ‘ফেয়ারব্রেক ইনভাইটেশনাল’ নামের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দুবাই অবস্থান করেছেন টাইগ্রেস পেসার।
পেশাদার ক্রিকেটার হিসেবে এই নিয়ে চার বার দেশের বাইরে ঈদ পালন করছেন এই ডানহাতি পেসার। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে টিম ফেলকনসের হয়ে মাঠ মাতাবেন জাহানারা। নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি ব্যাটসের উপর থাকছে ফেলকনের অধিনায়কত্বের দায়ভার। এছাড়াও দলে রয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিযান কাপ সহ আরো অনেক বিদেশি ক্রিকেটার।
৬ দলের এই টুর্নামেন্ট খেলতে গত ৩০ এপ্রিল দেশ ছেড়েছেন টাইগ্রেস বোলার। পহেলা মে থেকে ১৫ মে পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।