ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরবর্তীতে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল থেকে তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা ৫ কৃষকের সঙ্গে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। রাতের আঁধারে বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল ট্রলারটি ঘিরে ফেলে, কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলারটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতার ডাকাত কামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







