ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে ইতালি। ইউরোপের এই দেশটি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যার নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার ওয়েন ম্যাডসেন। দলের সঙ্গে আছেন অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি পরিচিত মুখও।
স্কোয়াডে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার জেজে স্মাটস। এ ছাড়া ইতালির বিশ্বকাপ দলে আছেন দুই জোড়া ভাই—হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।
এর আগে বাছাইপর্বে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস ইতালির নেতৃত্ব দিলেও, গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি।
২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির কোচিং স্টাফে আছেন প্রধান কোচ জন ডেভিসন। ইতালির কোচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ইতালির সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইতালি। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। পরে আবার কলকাতায় ফিরে ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দলটি।
ইতালির বিশ্বকাপ স্কোয়াড:
জাইন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলি হাসান, ক্রিশান কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জিয়ান পিয়েরো মিড, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাঈদ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।








