ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ মেলে শুরুতেই। শুরু থেকেই রাজশাহীর বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে তানজিম হাসান সাকিবের সামনে কেউ দাঁড়াতেই পারছিলেন না।
চট্টগ্রাম নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে শেষদিকে দলের হাল ধরেন আসিফ আলী। তিনিও অবশ্য তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার আগে চারটি ছক্কায় ২৪ বলে করেন ৩৯ রান।
শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। তানজিম সাকিব মাত্র ১৭ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। ৪ ওভারের একটি ছিল মেডেন। জোড়া উইকেট পান রায়ান বার্ল ও জাহান্দাদ খান।








