‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ অনুষ্ঠানের সূচি

লক্ষ্য ও পরিকল্পনা ছিল অনেক কিছু করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের দুটি ক্রিকেট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও ছিল চূড়ান্ত।

 

সবকিছু ঠিক থাকলে এই মার্চেই শেরে বাংলা স্টেডিয়ামে ওই দুই ম্যাচ হতো। কিন্তু করোনার কারণে সেই ক্রিকেট উৎসব ভেস্তে গেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে না পারলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অন্য মাত্রার সংযোজন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস।’

এই নামকরণে আয়োজন করা হয়েছে ভারত তথা বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সেই বহুল কাঙ্খিত কনসার্টটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

বিকেল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ আর রহমান ছাড়াও দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে।

 

পুরো অনুষ্ঠান মাঠে বসে উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। টিভিতে দেখা যাবে নিউজ টোয়েন্টিফোর এবং বিটিভির পর্দায়।

এক নজরে দেখে নেওয়া যাক অনুষ্ঠানের সূচি-

* দর্শকদের ঢোকার জন্য স্টেডিয়াম গেট খোলা থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

* ছেলে-মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত চলবে জাতীয় সংগীত পরিবেশনা।

* বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত পারফর্ম করবে বাংলাদেশি ব্যান্ড মাইলস।

* বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ।

* সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ পর্যন্ত ১৫ মিনিট মাগরিবের নামাজের বিরতি।

* সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* শেখ হাসিনার উপস্থিতিতে সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত আবার হবে জাতীয় সংগীত (ছেলে-মেয়ে যৌথ)।

* সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭টা ৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।

* এ আর রহমান দ্বিতীয় দফা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এরপর একটানা রাত ১২টা পর্যন্ত পারফর্ম করবেন ভারতীয় এই সঙ্গীতজ্ঞ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ অনুষ্ঠানের সূচি

লক্ষ্য ও পরিকল্পনা ছিল অনেক কিছু করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের দুটি ক্রিকেট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও ছিল চূড়ান্ত।

 

সবকিছু ঠিক থাকলে এই মার্চেই শেরে বাংলা স্টেডিয়ামে ওই দুই ম্যাচ হতো। কিন্তু করোনার কারণে সেই ক্রিকেট উৎসব ভেস্তে গেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে না পারলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অন্য মাত্রার সংযোজন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস।’

এই নামকরণে আয়োজন করা হয়েছে ভারত তথা বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সেই বহুল কাঙ্খিত কনসার্টটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

বিকেল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ আর রহমান ছাড়াও দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে।

 

পুরো অনুষ্ঠান মাঠে বসে উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। টিভিতে দেখা যাবে নিউজ টোয়েন্টিফোর এবং বিটিভির পর্দায়।

এক নজরে দেখে নেওয়া যাক অনুষ্ঠানের সূচি-

* দর্শকদের ঢোকার জন্য স্টেডিয়াম গেট খোলা থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

* ছেলে-মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত চলবে জাতীয় সংগীত পরিবেশনা।

* বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত পারফর্ম করবে বাংলাদেশি ব্যান্ড মাইলস।

* বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ।

* সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ পর্যন্ত ১৫ মিনিট মাগরিবের নামাজের বিরতি।

* সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* শেখ হাসিনার উপস্থিতিতে সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত আবার হবে জাতীয় সংগীত (ছেলে-মেয়ে যৌথ)।

* সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭টা ৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।

* এ আর রহমান দ্বিতীয় দফা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এরপর একটানা রাত ১২টা পর্যন্ত পারফর্ম করবেন ভারতীয় এই সঙ্গীতজ্ঞ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com