সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগের ঘটনায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে পাঁচটি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, মহিষমাড়ি এলাকায় সড়কের ওপর আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ককটেল, পেট্রোল বোমা ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








