ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নৌ পুলিশের সাতদিনব্যাপী অভিযানে অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ৩৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাতদিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৭ লাখ, ৯৮ হাজার ২৫৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৯৬৬ কেজি মাছ, ৫০ হাজার পিস বাগদা চিংড়ি পোনা, ২৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় ও নদী থেকে ১৩৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় ও ছয়টি ড্রেজার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩৫৭ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬২টি মৎস্য আইন, ১৯টি বেপরোয়া গতি আইন, তিনটি অপমৃত্যু, দু’টি চুরি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং একটি হত্যা মামলাসহ মোট ৮৯টি মামলা দায়ের করা হয় এবং তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।







