যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইরানের মাটি, নিরাপত্তা বা জাতীয় স্বার্থের ওপর কোনো আঘাত আসলে তার জবাবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব কেন্দ্র, ঘাঁটি এবং প্রভাববলয় ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

মেজর জেনারেল আবদুল্লাহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে কোনো ধরনের ভুল হিসাবনিকাশ তাদের জন্য কতটা চড়া দাম বয়ে আনতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল তাত্ত্বিক নয়, বরং এটি একটি বাস্তব এবং অপ্রতিরোধ্য শক্তি। জনগণের দৃঢ় সমর্থন এবং দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা ইতোমধ্যে শত্রুপক্ষের কৌশলগত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে, যা যুদ্ধক্ষেত্রে একাধিকবার প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। জেনারেল আব্দুল্লাহি সাফ জানিয়ে দেন যে ‘আঘাত করে পালিয়ে যাওয়ার’ যুগ চিরতরে শেষ হয়ে গেছে।

ইরানি এই জ্যেষ্ঠ কমান্ডারের মতে, যেকোনো আগ্রাসনের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া হবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল শাসনের কল্পনার চেয়েও অনেক বেশি দ্রুত, নির্ভুল এবং ধ্বংসাত্মক।

বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মহলের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কেউ অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে প্রতিরোধ করা হবে : সংবাদ সম্মেলনে জামায়াত নেতা তাহের

» আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম

» হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়ল

» বিএনপি এতো খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান

» নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

» ১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে: আল্লামা মামুনুল হক

» ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি : মঞ্জু

» কী রয়েছে ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্যচুক্তিতে?

» শিশুর মেধা বিকাশে খেলাধুলা জরুরি : কাদের গনি চৌধুরী

» ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযান চালিয়ে ২০ জন গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইরানের মাটি, নিরাপত্তা বা জাতীয় স্বার্থের ওপর কোনো আঘাত আসলে তার জবাবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব কেন্দ্র, ঘাঁটি এবং প্রভাববলয় ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

মেজর জেনারেল আবদুল্লাহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে কোনো ধরনের ভুল হিসাবনিকাশ তাদের জন্য কতটা চড়া দাম বয়ে আনতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল তাত্ত্বিক নয়, বরং এটি একটি বাস্তব এবং অপ্রতিরোধ্য শক্তি। জনগণের দৃঢ় সমর্থন এবং দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা ইতোমধ্যে শত্রুপক্ষের কৌশলগত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে, যা যুদ্ধক্ষেত্রে একাধিকবার প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। জেনারেল আব্দুল্লাহি সাফ জানিয়ে দেন যে ‘আঘাত করে পালিয়ে যাওয়ার’ যুগ চিরতরে শেষ হয়ে গেছে।

ইরানি এই জ্যেষ্ঠ কমান্ডারের মতে, যেকোনো আগ্রাসনের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া হবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল শাসনের কল্পনার চেয়েও অনেক বেশি দ্রুত, নির্ভুল এবং ধ্বংসাত্মক।

বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মহলের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com