২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানের মধ্যেই আটকে রাখে বাংলাদেশি বোলাররা।

রান তাড়ায় যুক্তরাষ্ট্রের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ২৩ রান করা দিশাকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

এক পর্যায়ে ৫৭ রানে ১ উইকেট থাকা দলটি দ্রুতই ৭৯ রানে ৬ উইকেটে পরিণত হয়। শেষদিকে রিতু সিং ১৩ বলে ঝোড়ো ৩৩ রান করলেও ম্যাচে আর ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে ১৮তম ওভারে ছিল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলের তার ইনিংসটি ছিল ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো। এছাড়া সোবহানা মোস্তারি করেন ২৯ বলে ৩২ রান।

বিশ্বকাপ বাছাইপর্বে মোট ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো অন্য গ্রুপ থেকে উঠে আসা তিন দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে।

সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে।।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫
(শারমিন আক্তার ৬৩, সোবহানা মোস্তারি ৩২; স্নেহা মাধাবন ৩/২৩, ইসানি ভাগহেলা ২/২৭)

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩৮/৯
(চেতনা পগ্যাদিয়ালা ৩৬, রিতু সিং ৩৩; নাহিদা আক্তার ৪/২৪, রাবেয়া খান ২/৩৪)

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজির ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি: ইশরাক

» ‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’

» দলীয় প্রচারণায় ধর্ম নয়, সহাবস্থানের আহ্বান সানজিদা তুলির

» আসন্ন নির্বাচন আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের : গোলাম পরওয়ার

» ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

» দখলদার, চাঁদাবাজ, মাদক কারবারিদেরকে বয়কট করতে হবে: সার্জিস আলম

» দেড় দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

» ফের বাড়ল স্বর্ণের দাম

» ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

» সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানের মধ্যেই আটকে রাখে বাংলাদেশি বোলাররা।

রান তাড়ায় যুক্তরাষ্ট্রের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ২৩ রান করা দিশাকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

এক পর্যায়ে ৫৭ রানে ১ উইকেট থাকা দলটি দ্রুতই ৭৯ রানে ৬ উইকেটে পরিণত হয়। শেষদিকে রিতু সিং ১৩ বলে ঝোড়ো ৩৩ রান করলেও ম্যাচে আর ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে ১৮তম ওভারে ছিল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলের তার ইনিংসটি ছিল ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো। এছাড়া সোবহানা মোস্তারি করেন ২৯ বলে ৩২ রান।

বিশ্বকাপ বাছাইপর্বে মোট ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো অন্য গ্রুপ থেকে উঠে আসা তিন দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে।

সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে।।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫
(শারমিন আক্তার ৬৩, সোবহানা মোস্তারি ৩২; স্নেহা মাধাবন ৩/২৩, ইসানি ভাগহেলা ২/২৭)

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩৮/৯
(চেতনা পগ্যাদিয়ালা ৩৬, রিতু সিং ৩৩; নাহিদা আক্তার ৪/২৪, রাবেয়া খান ২/৩৪)

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com