নারীর টাখনু বের হয়ে গেলে কি নামাজ ভেঙে যাবে?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক : ইসলামে নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো সতর অর্থাৎ শরীর আবৃত রাখা। পুরুষ ও নারীর জন্য সতরের সীমানা ভিন্ন। নারীদের নামাজের ক্ষেত্রে চেহারা, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া শরীরের বাকি অংশ ঢেকে রাখা ফরজ। বাস্তবে অনেক সময় দেখা যায়, সেলোয়ার বা পাজামা কিছুটা খাটো হওয়ার কারণে রুকু বা সেজদার সময় কাপড় উপরের দিকে সরে গিয়ে পায়ের গোড়ালি বা টাখনু অনাবৃত হয়ে পড়ে। এ অবস্থায় নামাজের শুদ্ধতা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।

ফিকাহ ও ফতোয়ার নির্ভরযোগ্য গ্রন্থসমূহের আলোকে এ বিষয়ে শরয়ি বিধান ও দালিলিক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো।

মূল বিধান: টাখনু ঢাকা জরুরি

ইসলামি শরিয়তের মৌলিক বিধান অনুযায়ী নারীদের টাখনু বা পায়ের গিঁট নামাজের সতরের অন্তর্ভুক্ত। সুতরাং নামাজের সময় উভয় পা টাখনুসহ ঢেকে রাখা জরুরি। এজন্য নারীদের উচিত এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরিধান করা, যা নড়াচড়ার সময়ও পা সম্পূর্ণভাবে আবৃত রাখে। প্রয়োজনে মোজা ব্যবহার করা উত্তম, যাতে সতর রক্ষায় কোনো ঘাটতি না থাকে।

অনিচ্ছাকৃতভাবে টাখনু বের হলে নামাজের বিধান

যদি অসতর্কতাবশত রুকু বা সেজদার সময় কাপড় সরে গিয়ে সামান্য অংশ যেমন শুধু টাখনু অনাবৃত হয়ে যায়, তাহলে এ কারণে নামাজ ভেঙে যাবে না। এর পেছনে স্পষ্ট ফিকহি ভিত্তি রয়েছে।

হানাফি ফিকহ অনুযায়ী, নামাজে শরীরের কোনো অঙ্গের এক-চতুর্থাংশ (১/৪) বা তার বেশি অংশ যদি তিনবার ‘সুবহানাল্লাহ’ বলার সমপরিমাণ সময় খোলা থাকে, তবেই নামাজ ভঙ্গ হয়। নারীদের টাখনুকে স্বতন্ত্র কোনো অঙ্গ হিসেবে গণ্য করা হয় না; বরং এটি পায়ের নলা বা পায়ের গোছার অংশ হিসেবে বিবেচিত। যেহেতু শুধু টাখনুর আয়তন পুরো পায়ের নলার এক-চতুর্থাংশের চেয়ে কম, তাই নামাজ চলাকালে কেবল টাখনু বের হয়ে থাকলে নামাজ নষ্ট হয় না।

হানাফি ফিকহের ব্যাখ্যায় বলা হয়েছে, নারীর টাখনু পায়ের নলার অনুগামী হিসেবে গণ্য হয়; এটি স্বতন্ত্র কোনো অঙ্গ নয়। তাই নামাজে কেবল টাখনু অনাবৃত থাকলে যেহেতু তা পুরো পায়ের নলার এক-চতুর্থাংশের সমপরিমাণ নয়, নামাজ শুদ্ধ থাকে। (গুনিয়াতুল মুতামাল্লি, পৃ. ২১৩)

একই সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে আরও বহু ফতোয়া গ্রন্থে, যেমন খুলাসাতুল ফতোয়া, ফাতহুল কাদির, আল-বাহরুর রায়েক, আদ-দুররুল মুনতাকা এবং রাদ্দুল মুহতার (ফতোয়ায়ে শামি)।

সতর্কতা ও করণীয়

যদিও মাসয়ালা অনুযায়ী অনিচ্ছাকৃতভাবে কেবল টাখনু বের হলে নামাজ নষ্ট হয় না, তবুও এটি সতরের অন্তর্ভুক্ত হওয়ায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা মাকরুহ বা অপছন্দনীয়। তাই নারীদের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নামাজে সতর রক্ষার জন্য করণীয় হলো-

  • নামাজের সময় পর্যাপ্ত লম্বা ও ঢিলেঢালা পোশাক নির্বাচন করা।
  • সেলোয়ার বা পাজামা গোড়ালির নিচ পর্যন্ত রাখা।
  • সন্দেহ এড়াতে নামাজের সময় মোজা ব্যবহার করা।

সারসংক্ষেপে বলা যায়, নামাজে নারীদের টাখনু ঢেকে রাখা শরিয়তের নির্দেশ। তবে অনিচ্ছাকৃতভাবে রুকু বা সেজদার সময় টাখনু পরিমাণ খুলে গেলে নামাজ বাতিল হয় না। ইসলাম সহজতার ধর্ম; তবে পূর্ণাঙ্গ সতর বজায় রেখে নামাজ আদায় করার চেষ্টা করাই একজন সচেতন মুমিন নারীর জন্য উত্তম ও কাম্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চালককে গলা কেটে হত্যা

» টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

» ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, বহু মানুষ নিখোঁজ

» একুশে বইমেলায় ২৫ শতাংশ কমছে স্টল ভাড়া

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক : আসিফ মাহমুদ

» প্র্যাকটিস ম্যাচ শুরু হলো, ইসির জন্য বড় চ্যালেঞ্জ : হাসনাত আব্দুল্লাহ

» সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬জন গ্রেপ্তার

» মঙ্গলবার সিলেট বিভাগের ৪ জেলায় নির্বাচনি জনসভা করবেন মামুনুল হক

» ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীর টাখনু বের হয়ে গেলে কি নামাজ ভেঙে যাবে?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক : ইসলামে নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো সতর অর্থাৎ শরীর আবৃত রাখা। পুরুষ ও নারীর জন্য সতরের সীমানা ভিন্ন। নারীদের নামাজের ক্ষেত্রে চেহারা, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া শরীরের বাকি অংশ ঢেকে রাখা ফরজ। বাস্তবে অনেক সময় দেখা যায়, সেলোয়ার বা পাজামা কিছুটা খাটো হওয়ার কারণে রুকু বা সেজদার সময় কাপড় উপরের দিকে সরে গিয়ে পায়ের গোড়ালি বা টাখনু অনাবৃত হয়ে পড়ে। এ অবস্থায় নামাজের শুদ্ধতা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।

ফিকাহ ও ফতোয়ার নির্ভরযোগ্য গ্রন্থসমূহের আলোকে এ বিষয়ে শরয়ি বিধান ও দালিলিক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো।

মূল বিধান: টাখনু ঢাকা জরুরি

ইসলামি শরিয়তের মৌলিক বিধান অনুযায়ী নারীদের টাখনু বা পায়ের গিঁট নামাজের সতরের অন্তর্ভুক্ত। সুতরাং নামাজের সময় উভয় পা টাখনুসহ ঢেকে রাখা জরুরি। এজন্য নারীদের উচিত এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরিধান করা, যা নড়াচড়ার সময়ও পা সম্পূর্ণভাবে আবৃত রাখে। প্রয়োজনে মোজা ব্যবহার করা উত্তম, যাতে সতর রক্ষায় কোনো ঘাটতি না থাকে।

অনিচ্ছাকৃতভাবে টাখনু বের হলে নামাজের বিধান

যদি অসতর্কতাবশত রুকু বা সেজদার সময় কাপড় সরে গিয়ে সামান্য অংশ যেমন শুধু টাখনু অনাবৃত হয়ে যায়, তাহলে এ কারণে নামাজ ভেঙে যাবে না। এর পেছনে স্পষ্ট ফিকহি ভিত্তি রয়েছে।

হানাফি ফিকহ অনুযায়ী, নামাজে শরীরের কোনো অঙ্গের এক-চতুর্থাংশ (১/৪) বা তার বেশি অংশ যদি তিনবার ‘সুবহানাল্লাহ’ বলার সমপরিমাণ সময় খোলা থাকে, তবেই নামাজ ভঙ্গ হয়। নারীদের টাখনুকে স্বতন্ত্র কোনো অঙ্গ হিসেবে গণ্য করা হয় না; বরং এটি পায়ের নলা বা পায়ের গোছার অংশ হিসেবে বিবেচিত। যেহেতু শুধু টাখনুর আয়তন পুরো পায়ের নলার এক-চতুর্থাংশের চেয়ে কম, তাই নামাজ চলাকালে কেবল টাখনু বের হয়ে থাকলে নামাজ নষ্ট হয় না।

হানাফি ফিকহের ব্যাখ্যায় বলা হয়েছে, নারীর টাখনু পায়ের নলার অনুগামী হিসেবে গণ্য হয়; এটি স্বতন্ত্র কোনো অঙ্গ নয়। তাই নামাজে কেবল টাখনু অনাবৃত থাকলে যেহেতু তা পুরো পায়ের নলার এক-চতুর্থাংশের সমপরিমাণ নয়, নামাজ শুদ্ধ থাকে। (গুনিয়াতুল মুতামাল্লি, পৃ. ২১৩)

একই সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে আরও বহু ফতোয়া গ্রন্থে, যেমন খুলাসাতুল ফতোয়া, ফাতহুল কাদির, আল-বাহরুর রায়েক, আদ-দুররুল মুনতাকা এবং রাদ্দুল মুহতার (ফতোয়ায়ে শামি)।

সতর্কতা ও করণীয়

যদিও মাসয়ালা অনুযায়ী অনিচ্ছাকৃতভাবে কেবল টাখনু বের হলে নামাজ নষ্ট হয় না, তবুও এটি সতরের অন্তর্ভুক্ত হওয়ায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা মাকরুহ বা অপছন্দনীয়। তাই নারীদের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নামাজে সতর রক্ষার জন্য করণীয় হলো-

  • নামাজের সময় পর্যাপ্ত লম্বা ও ঢিলেঢালা পোশাক নির্বাচন করা।
  • সেলোয়ার বা পাজামা গোড়ালির নিচ পর্যন্ত রাখা।
  • সন্দেহ এড়াতে নামাজের সময় মোজা ব্যবহার করা।

সারসংক্ষেপে বলা যায়, নামাজে নারীদের টাখনু ঢেকে রাখা শরিয়তের নির্দেশ। তবে অনিচ্ছাকৃতভাবে রুকু বা সেজদার সময় টাখনু পরিমাণ খুলে গেলে নামাজ বাতিল হয় না। ইসলাম সহজতার ধর্ম; তবে পূর্ণাঙ্গ সতর বজায় রেখে নামাজ আদায় করার চেষ্টা করাই একজন সচেতন মুমিন নারীর জন্য উত্তম ও কাম্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com