যুদ্ধবিরতির মধ্যে কাতার-মিশর-তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য উইটকফ তিন দেশের প্রতিনিধিদের সাথে দেখা করতে প্রস্তুত।

তিনি জানান, গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরাইলের ‘অমানবিক’ হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যত নিয়ে আলোচনা করা হবে। যদিও ইসরাইলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে।

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দেলাত্তি উপস্থিত থাকবেন। তবে বৈঠকের স্থান ও সময় এখনও জানানো হয়নি।

তবে ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরাইলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নীরবতা অবলম্বন করেন, তবে ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একইসঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম। কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান।

ইসরাইলি সেনারা পূর্ব খান ইউনিস জেলায় বিমান হামলা, আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। আল-আকসা টিভি জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ইসরাইলি আর্টিলারি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন।

সূত্র: আলজাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

» জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি ঘোষণা

» নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না: আমান

» হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

» ‘সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া উচিত ছিল’

» পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মী গ্রেফতার

» যুদ্ধবিরতির মধ্যে কাতার-মিশর-তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র

» ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

» ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

» প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বিএফইউজে-ডিইউজের গভীর উদ্বেগ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধবিরতির মধ্যে কাতার-মিশর-তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য উইটকফ তিন দেশের প্রতিনিধিদের সাথে দেখা করতে প্রস্তুত।

তিনি জানান, গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরাইলের ‘অমানবিক’ হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যত নিয়ে আলোচনা করা হবে। যদিও ইসরাইলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে।

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দেলাত্তি উপস্থিত থাকবেন। তবে বৈঠকের স্থান ও সময় এখনও জানানো হয়নি।

তবে ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরাইলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নীরবতা অবলম্বন করেন, তবে ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একইসঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম। কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান।

ইসরাইলি সেনারা পূর্ব খান ইউনিস জেলায় বিমান হামলা, আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। আল-আকসা টিভি জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ইসরাইলি আর্টিলারি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন।

সূত্র: আলজাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com