রুখসানা রিমি :
অনেক কথা স্মৃতি গাঁথা
ভাবতে গেলে কষ্ট পাই
হাসনাহেনার গন্ধে মাতাল
সন্ধ্যা এখন মৃত প্রায়!
রাতের চোখে চেয়ে থাকি
আসবে তুমি গাইবে গান
ভুলেই গেছি খুঁজছো তুমি
উলুখাগড়ায় সবুজ প্রাণ!
যেথায় যেতে মনটা চায়
যেথায় গেলে শান্তি পাও
যাও না চলে
মনের ভুলে
একটু খবর নিও যদি
দম ফেলানোর সময় পাও।







