ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় ধারালো অস্ত্র দিয়ে বিএনপি কর্মী নয়ন আলীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে।
নিহত নয়ন আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটলী বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়ন আলীর ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নয়ন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, নিহত নয়ন আলী বিএনপি কর্মী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি আশরাফুল হক ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।







