২০২৮ ইউরোর পর্দা উঠবে কার্ডিফে, ফাইনাল ওয়েম্বলিতে

সংগৃহীত ছবি

 

স্পোর্টস ডেস্ক :  ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৯ জুন কার্ডিফে, আর এক মাস পর ৯ জুলাই লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর ফাইনাল। বুধবার টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত ঘোষণা করেছে উয়েফা।

এই প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম আসর। মোট ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে, আর অনুষ্ঠিত হবে ৫১টি ম্যাচ আটটি শহরে: লন্ডন, কার্ডিফ, ডাবলিন, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল।

প্রায় ৯০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ওয়েম্বলি স্টেডিয়াম থাকবে টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে। সেখানে হবে শুধু ফাইনাল নয়, দুটি সেমি-ফাইনাল ও একটি কোয়ার্টার-ফাইনালও। শেষ আটের বাকি তিনটি ম্যাচ আয়োজন করবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। তবে শেষ ষোলোর কোনো ম্যাচ হবে না ওয়েম্বলিতে, সে পর্বের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে অন্য ভেন্যুগুলোর মধ্যে।

উয়েফা জানিয়েছে, ম্যাচগুলো শুরু হবে তিনটি ভিন্ন সময়সূচিতে: বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টা।

২০২৬ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্বের ড্র, বেলফাস্টে।

গত আসরে রানার্স-আপ হয়েছিল ইংল্যান্ড, তবে এবার তারা আয়োজক হিসেবেও বড় ভূমিকা পালন করবে। আগের ইউরোতে গ্রুপ পর্বেই বিদায় নেয় স্কটল্যান্ড, আর ওয়েলস ও আয়ারল্যান্ড বাদ পড়ে বাছাইপর্বে।

উয়েফার হিসাব অনুযায়ী, এই টুর্নামেন্ট আয়োজনের ফলে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের অর্থনীতিতে প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ডের বেশি সুবিধা যুক্ত হবে। এর মধ্যে থাকবে নতুন চাকরির সুযোগ সৃষ্টি, পর্যটন আয় বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশে আপার চ্যাপ্টার ক্লোজড : মাহমুদুর রহমান

» ঘরে ঘরে চাকরির কথা বলে লাশ উপহার দিয়েছিলো আওয়ামী লীগ: ইশরাক হোসেন

» বিএনপি বড় দল, কিন্তু জনপ্রিয় নয় : ডা. তাহের

» বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে

» মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ

» হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

» রাজনীতি আর আগের মতো চলবে না: আমীর খসরু

» রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক

» বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ১২

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২৮ ইউরোর পর্দা উঠবে কার্ডিফে, ফাইনাল ওয়েম্বলিতে

সংগৃহীত ছবি

 

স্পোর্টস ডেস্ক :  ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৯ জুন কার্ডিফে, আর এক মাস পর ৯ জুলাই লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর ফাইনাল। বুধবার টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত ঘোষণা করেছে উয়েফা।

এই প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম আসর। মোট ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে, আর অনুষ্ঠিত হবে ৫১টি ম্যাচ আটটি শহরে: লন্ডন, কার্ডিফ, ডাবলিন, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল।

প্রায় ৯০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ওয়েম্বলি স্টেডিয়াম থাকবে টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে। সেখানে হবে শুধু ফাইনাল নয়, দুটি সেমি-ফাইনাল ও একটি কোয়ার্টার-ফাইনালও। শেষ আটের বাকি তিনটি ম্যাচ আয়োজন করবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। তবে শেষ ষোলোর কোনো ম্যাচ হবে না ওয়েম্বলিতে, সে পর্বের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে অন্য ভেন্যুগুলোর মধ্যে।

উয়েফা জানিয়েছে, ম্যাচগুলো শুরু হবে তিনটি ভিন্ন সময়সূচিতে: বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টা।

২০২৬ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্বের ড্র, বেলফাস্টে।

গত আসরে রানার্স-আপ হয়েছিল ইংল্যান্ড, তবে এবার তারা আয়োজক হিসেবেও বড় ভূমিকা পালন করবে। আগের ইউরোতে গ্রুপ পর্বেই বিদায় নেয় স্কটল্যান্ড, আর ওয়েলস ও আয়ারল্যান্ড বাদ পড়ে বাছাইপর্বে।

উয়েফার হিসাব অনুযায়ী, এই টুর্নামেন্ট আয়োজনের ফলে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের অর্থনীতিতে প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ডের বেশি সুবিধা যুক্ত হবে। এর মধ্যে থাকবে নতুন চাকরির সুযোগ সৃষ্টি, পর্যটন আয় বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com