সেজদা কেন শয়তানের সবচেয়ে বড় যন্ত্রণা?

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক :সেজদা হলো আল্লাহর প্রতি বান্দার পরিপূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত নিদর্শন। আর এই সেজদাই শয়তানের জন্য সবচেয়ে বড় বেদনা ও অপমানের কারণ। এর পেছনে রয়েছে এক গভীর ইতিহাস, চিরশত্রুতার কাহিনি এবং এক অমোঘ আধ্যাত্মিক সত্য।

 

অতীতের স্মৃতি: যে সেজদা করতে শয়তান অস্বীকার করেছিল

শয়তানের এই বেদনার শুরু হয়েছিল সৃষ্টির সূচনালগ্নে। যখন আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করে ফেরেশতাদেরকে তাঁর কাছে সেজদা করার নির্দেশ দিলেন, সকল ফেরেশতা আদেশ পালন করলেও ইবলিস (শয়তান) অহংকারবশতঃ তা প্রত্যাখ্যান করল। সে বলল, ‘আমি তাকে সেজদা করব না, আমি তার চেয়ে উৎকৃষ্ট। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাঁকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’ (সুরা সাদ: ৭৬) এই এক অহংকার ও আল্লাহর নির্দেশ অমান্যের কারণে শয়তান চিরকালের জন্য অভিশপ্ত ও জান্নাত থেকে বিতাড়িত হয়।

মানুষের সেজদা দেখলে শয়তান কাঁদে

আজ শয়তান যখন দেখে, যে আদম সন্তানকে সম্মান দেওয়ার জন্য সে সেজদা করতে অস্বীকার করেছিল, সেই মানুষরাই সেজদাবনত হচ্ছে, তখন তার অতীতের সেই অপমান ও চরম ব্যর্থতার স্মৃতি উসকে ওঠে। মানুষের প্রতিটি সেজদা যেন শয়তানের জন্য তার সেই চিরন্তন ভুল সিদ্ধান্তের জীবন্ত প্রমাণ।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মানুষ যখন সেজদার আয়াত তেলাওয়াত করে ও সেজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে যায় এবং বলে, ‘হায় দুর্ভোগ! মানুষকে সেজদার আদেশ দেওয়া হয়েছিল, সে সেজদা করল এবং তার জন্য জান্নাত। আর আমাকেও সেজদার আদেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করলাম, তাই আমার জন্য জাহান্নাম।’ (সহিহ মুসলিম: ৮১)

 

সেজদা শয়তানের পরাজয়ের প্রতীক

শয়তানের একমাত্র লক্ষ্য হলো মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের সঙ্গী করা। কিন্তু যখন কোনো বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর নিকটতম বান্দায় পরিণত হয়, তখন সে শয়তানের সবচেয়ে বড় পরাজয়ের স্বীকারোক্তি দেয়। সেজদা হলো শয়তানের অহংকারের বিরুদ্ধে মানুষের বিনয়ের বিজয়। এটি শয়তানকে স্মরণ করিয়ে দেয় যে, তার অহংকার তাকে কীভাবে চিরস্থায়ী ক্ষতির দিকে নিয়ে গেল, আর মানুষের বিনয় তাকে কীভাবে চিরস্থায়ী মুক্তির পথ দেখাল।

 

সেজদা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়

সেজদা এমন একটি মুহূর্ত যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। রাসুল (স.) বলেছেন, ‘বান্দা সেজদার অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২) শয়তান জানে, এই নৈকট্য ও দোয়া কবুলের মুহূর্তই তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। কারণ, এতে করে মানুষ তার প্রভুর সান্নিধ্য ও ক্ষমা লাভ করে, যা শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার।

 

অতএব, সেজদা কেবল একটি ইবাদতই নয়; এটি আধ্যাত্মিক যুদ্ধের ময়দানে শয়তানের অহংকারের বিরুদ্ধে মানুষের বিনয়ের চূড়ান্ত বিজয়ের প্রতীক। শয়তানের বেদনা আমাদের জন্য একটি বার্তা বয়ে আনে: আমাদের প্রতিটি সেজদা শয়তানের হতাশাকে আরও গভীর করে এবং আমাদেরকে আল্লাহর বিশেষ রহমতের কাছাকাছি নিয়ে যায়। তাই আমাদের উচিত বেশি বেশি সেজদা দেওয়ার মাধ্যমে এই চিরশত্রুকে হতাশ ও লাঞ্ছিত করা এবং আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

» ইনু-হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর

» অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন

» বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি দেখবে ইসি : পররাষ্ট্র উপদেষ্টা

» শরীরে আগুন, ১০০ মিটার টেনে নিয়ে গেলেন গাড়ি

» এআই স্মার্টফোন ব্যবহারে ১০টি আধুনিক সুবিধা

» রোগীর জন্য যে দোয়া ৭ বার পড়তে বলেছেন নবীজি

» ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়ে হত্যা

» আপনার সন্তানও ভুগতে পারে মানসিক চাপে, বুঝবেন যেভাবে

» প্রন ফ্রাই তৈরির রেসিপি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেজদা কেন শয়তানের সবচেয়ে বড় যন্ত্রণা?

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক :সেজদা হলো আল্লাহর প্রতি বান্দার পরিপূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত নিদর্শন। আর এই সেজদাই শয়তানের জন্য সবচেয়ে বড় বেদনা ও অপমানের কারণ। এর পেছনে রয়েছে এক গভীর ইতিহাস, চিরশত্রুতার কাহিনি এবং এক অমোঘ আধ্যাত্মিক সত্য।

 

অতীতের স্মৃতি: যে সেজদা করতে শয়তান অস্বীকার করেছিল

শয়তানের এই বেদনার শুরু হয়েছিল সৃষ্টির সূচনালগ্নে। যখন আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করে ফেরেশতাদেরকে তাঁর কাছে সেজদা করার নির্দেশ দিলেন, সকল ফেরেশতা আদেশ পালন করলেও ইবলিস (শয়তান) অহংকারবশতঃ তা প্রত্যাখ্যান করল। সে বলল, ‘আমি তাকে সেজদা করব না, আমি তার চেয়ে উৎকৃষ্ট। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাঁকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’ (সুরা সাদ: ৭৬) এই এক অহংকার ও আল্লাহর নির্দেশ অমান্যের কারণে শয়তান চিরকালের জন্য অভিশপ্ত ও জান্নাত থেকে বিতাড়িত হয়।

মানুষের সেজদা দেখলে শয়তান কাঁদে

আজ শয়তান যখন দেখে, যে আদম সন্তানকে সম্মান দেওয়ার জন্য সে সেজদা করতে অস্বীকার করেছিল, সেই মানুষরাই সেজদাবনত হচ্ছে, তখন তার অতীতের সেই অপমান ও চরম ব্যর্থতার স্মৃতি উসকে ওঠে। মানুষের প্রতিটি সেজদা যেন শয়তানের জন্য তার সেই চিরন্তন ভুল সিদ্ধান্তের জীবন্ত প্রমাণ।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মানুষ যখন সেজদার আয়াত তেলাওয়াত করে ও সেজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে যায় এবং বলে, ‘হায় দুর্ভোগ! মানুষকে সেজদার আদেশ দেওয়া হয়েছিল, সে সেজদা করল এবং তার জন্য জান্নাত। আর আমাকেও সেজদার আদেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করলাম, তাই আমার জন্য জাহান্নাম।’ (সহিহ মুসলিম: ৮১)

 

সেজদা শয়তানের পরাজয়ের প্রতীক

শয়তানের একমাত্র লক্ষ্য হলো মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের সঙ্গী করা। কিন্তু যখন কোনো বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর নিকটতম বান্দায় পরিণত হয়, তখন সে শয়তানের সবচেয়ে বড় পরাজয়ের স্বীকারোক্তি দেয়। সেজদা হলো শয়তানের অহংকারের বিরুদ্ধে মানুষের বিনয়ের বিজয়। এটি শয়তানকে স্মরণ করিয়ে দেয় যে, তার অহংকার তাকে কীভাবে চিরস্থায়ী ক্ষতির দিকে নিয়ে গেল, আর মানুষের বিনয় তাকে কীভাবে চিরস্থায়ী মুক্তির পথ দেখাল।

 

সেজদা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়

সেজদা এমন একটি মুহূর্ত যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। রাসুল (স.) বলেছেন, ‘বান্দা সেজদার অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২) শয়তান জানে, এই নৈকট্য ও দোয়া কবুলের মুহূর্তই তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। কারণ, এতে করে মানুষ তার প্রভুর সান্নিধ্য ও ক্ষমা লাভ করে, যা শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার।

 

অতএব, সেজদা কেবল একটি ইবাদতই নয়; এটি আধ্যাত্মিক যুদ্ধের ময়দানে শয়তানের অহংকারের বিরুদ্ধে মানুষের বিনয়ের চূড়ান্ত বিজয়ের প্রতীক। শয়তানের বেদনা আমাদের জন্য একটি বার্তা বয়ে আনে: আমাদের প্রতিটি সেজদা শয়তানের হতাশাকে আরও গভীর করে এবং আমাদেরকে আল্লাহর বিশেষ রহমতের কাছাকাছি নিয়ে যায়। তাই আমাদের উচিত বেশি বেশি সেজদা দেওয়ার মাধ্যমে এই চিরশত্রুকে হতাশ ও লাঞ্ছিত করা এবং আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com