ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : ভারতের শক্তিশালী ব্র্যান্ডে আইকনদের কথা বললেই সবার আগে মনে আসে শাহরুখ খান, রণবীর সিং, আলিয়া ভাটসহ বলিউডে তারকাদের নাম। ২০২৫ সালে ব্র্যান্ডের ভ্যালুর দিক থেকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি। নিজেদের জনপ্রিয়তা ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডকে সফল করে তুলেছেন এই তারকা ক্রিকেটার। এর মাধ্যমে নিজেকেও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী আর্থিক ও ঝুঁকি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান ‘ক্রল ইনকর্পোরেটেড’ ভারতের সবথেকে শক্তিশালী সেলিব্রেটিদের তালিকা প্রকাশ করেছেন। এই তালিকাযর শীর্ষস্থানে অর্জন করেছেন ভারতের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালু ২৩১.১ মিলিয়ন ডলার। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২শো ৮৩ কোটি টাকা। টানা তিন বছর ধরে সেলিব্রেটি ব্র্যান্ড হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন বিরাট।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর সিং। ১৭০.৭ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। গত বছরের তুলনায় ২১ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বেড়েছে শাহরুখের। বর্তমানে তার ব্র্যান্ড ভ্যালু ১৪৫. ৭ মিলিয়ন ডলার। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ শো ৭৭ কোটির বেশি।
১১৬.৪ মিলিয়ন ডলার ব্রান্ড ভ্যালু নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। পঞ্চম স্থান অধিকার করেছেন শচীন টেন্ডুলকার। সাবেক এই ক্রিকেটারের ব্র্যান্ড ভ্যালু ১১২.২ মিলিয়ন ডলার।
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতার ব্র্যান্ড ভ্যালু ১০৮ মিলিয়ন ডলার। সমান পরিমাণ ব্র্যান্ড ভ্যালু নিয়ে সপ্তম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। দুজনেরই ব্র্যান্ড ভ্যালু ১০২.৯ মিলিয়ন ডলার।
৯২.২ মিলিয়ন ডলার নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ঋত্বিক রোশন। নবম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ব্রান্ড ভ্যালু ৮৩.৭ মিলিয়ন ডলার। বলিউড ভাইজান সালমান খান রয়েছেন ১৬ তম স্থানে, তাঁর ব্র্যান্ড ভ্যালু ৫৭.০ মিলিয়ন ডলার। এই তালিকায় স্থান পায়নি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।







