সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন (১৯)। তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছেন, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

আজ বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

গতকাল শনিবারই ছিনতাইকারীদের একজন পুনরায় ঢাকায় ফেরত আসেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

অভিযান চলাকালে সেনা টহল দল মূল অভিযুক্ত ছিনতাইকারীকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত শাওন স্বীকার করেছে যে, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং পরে তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। এর আগে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই সেনা, পুলিশ অথবা র‍্যাবের কাছে গ্রেফতার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’: তারেকের উদ্দেশে ইসি সচিব

» রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু

» মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

» পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা

» ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

» দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

» সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

» নির্দেশনার আগে এইচএসসির টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ

» জাল নোটসহ যুবক আটক

» রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন (১৯)। তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছেন, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

আজ বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

গতকাল শনিবারই ছিনতাইকারীদের একজন পুনরায় ঢাকায় ফেরত আসেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

অভিযান চলাকালে সেনা টহল দল মূল অভিযুক্ত ছিনতাইকারীকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত শাওন স্বীকার করেছে যে, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং পরে তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। এর আগে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই সেনা, পুলিশ অথবা র‍্যাবের কাছে গ্রেফতার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com