ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় দিনভর বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরি ও দস্যুতার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- সুমন, মো. মুন্না, আনোয়ার, নান্টু কাইয়ুম, মান্নান, টিপু ওরফে রাজ, আল আমিন, মশিউর রহমান, সিয়াম হোসেন, মান্নান, সাজ্জাদ হোসেন, সুরুজ ও অনিক হাসান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানায়, বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান করে থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে হতে মাদকদ্রব্য, পরোয়ানা, চুরি ও দস্যুতা মামলার সাথে জড়িত ওয়ারেন্টভুক্ত মোট ১৩ জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ সময় মাদকদ্রব্য ৩জন,দস্যুতা ১ জন, চুরি ২ জন, পরোয়ানা ২ জন ও ডিএমপি (অধ্যাদেশে) ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।







