সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে ‘আবেদনময়ী’ মনে করিনি, এমন চরিত্রে কেউ আমায় নেবে বলেও ভাবিনি। এটা ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি সুযোগ।
অভিনেত্রী জানান, গানটির শুটিং ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। প্রথম শটের সময় তিনি ভয়ে কাঁপছিলেন, কারণ এই ধরনের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তবু সাহস করে অংশ নিয়েছিলেন শুধু নিজের ভেতরের সংশয় ভাঙার জন্য।
সামান্থা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই, দেখতে সুন্দর নই, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।’
তিনি আরও যোগ করেন, জীবনে ও ক্যারিয়ারে সাফল্যের জন্য তিনি সবসময়ই নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন। তার মতে, নিজেকে চ্যালেঞ্জ না করলে উন্নতি সম্ভব নয়।