ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
তিনি জানান, মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে। মেয়র আতিকুল ইসলামের মেয়ে, জামাতা, এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।