বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং অলরাউন্ডার নাহিদুল ইসলামের ঘূণির্তে ৬৩ রানের বড় ব্যবধানে হারল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে কুমিল্লা। জবাবে খেলতে নেমে ৯৫ রানে থেমেছে বরিশালের ইনিংস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নামা বরিশালের শুরুটা ভালো হতে দেননি নাহিদুল ইসলাম। প্রথম ওভারেই মেডেনসহ নেন একটি উইকেট। আর ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তার ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন গেইল-সাকিবরা। একাই যেন টুঁটি চেপে ধরেছিলেন তিনি। এমন কিপটে বোলিংয়ে শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন কুমিল্লার স্পিনার নাহিদুল। বিপিএলে পুরো ৪ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইনোকমি আফ্রিদি ও নাহিদুলের। আফ্রিদি ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসটি খেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ এবং নুরুল হাসান সোহান করেন ১৭ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লার ১৫৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ১৬ বলে দ্রুত ২৯ রান তুলে অপরাজিত থাকেন করিম জানাত। আর ক্যামেরুন ডেলপোর্ট ১৯, মুমিনুল হক ১৭ এবং ইমরুল কায়েস করেন ১৫ রান।