ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযানে রফিকুল ইসলাম পান্নু (৪৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পান্নুর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নয়টি মোবাইল ফোন এবং দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক মো. রফিকুল ইসলাম পান্নু ওই এলাকারই বাসিন্দা।
পরে পান্নু ও উদ্ধার করা আলামত আইনগত প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








