ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) এবং সুকুমার হাওলাদার (৩৮) নামে দুইজনকে পিস্তল, গুলি, ইয়াবা, গাঁজা, হেরোইন, আফিম ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সূত্রে জানা যায়, সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে যৌথ বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে লৌহজংয়ের যশলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুইজনসহ উদ্ধারকৃত সব সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








