ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পান।
নিহত মো. বাবুল (৩৫) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের কাছাকাছি একটি মুঠোফোন পাওয়া গেছে।
নিহতের ছোট ভাই জানান, সোমবার সন্ধ্যায় বাবুল বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে শেষ কথা হয়। কিছুক্ষণ পরই তিনি বড় ভাইয়ের মৃত্যুর খবর পান।
রামু থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।








