ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কাফরুল এলাকায় মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী যৌথ অভিযানে একাধিক বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৪৫ রাউন্ড .২২ গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে মধ্যরাতে রাজধানীর ভাষানটেক এলাকায় পৃথক একটি যৌথ অভিযানে একজন ব্যক্তিকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং দুটি পিস্তলের ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর জানিয়েছে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃতরা হলো— বিল্লাল হোসেন ওরফে আলিফ হোসেন বাবু ও মো. মাহাবুর।
যৌথ বাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।








