ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের প্রদীপ (৪৫) বলে জানা গেছে। আজ ভোর ৬ টা ২০ মি: দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে প্রচন্ড ঘন কুয়াশা থাকার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন একটি আরেকটিকে দেখতে না পারায় ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।








