ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত সজিব খন্দকার (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছের র্যাব। সোমবার রাতে তাকে ফরিদপুর কোতয়ালীর টেপাখোলা মাস্টার কলোনি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১০ ও সেনাবাহিনী।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন (র্যাব)-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তিনি একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। অবশেষে তার সন্ধান পাওয়া যায় ফরিদপুরে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায়ও চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।







