বিকল্প হিসেবে ভারতেরই দুই ভেন্যু ভাবনায় আইসিসি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অবস্থানগত লড়াইয়ে আটকে আছে।

টুর্নামেন্ট শুরু হতে এখন মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি। কিন্তু বাংলাদেশ ভারত গিয়ে নির্ধারিত ম্যাচ খেলবে কি না—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বিসিবি চায়, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ দাবিতে আইসিসি একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বিসিবি। তবে আইসিসির অবস্থান ভিন্ন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম আগেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে। সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে, যার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে তাদের কোনো সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।

এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পরই বাংলাদেশ ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে।

আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। সম্ভাব্যভাবে সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তারা। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি ও ভেন্যু বদলের বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ থাকায়, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি মেনে নেবে—এ সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

সূত্র: ক্রিকবাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করেছে, পরবর্তীদেরও এটি করার পথ দেখিয়েছে’

» ফাইনালে হারের পর বির্তকিত কাণ্ডে সমালোচনার মুখে এমবাপে

» নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে : নজরুল ইসলাম

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১২ মামলা

» শাপলা চত্বরে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

» নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন: আলী রিয়াজ

» পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

» দু-একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা: জামায়াত আমির

» পঞ্চগড়ে গণভোট সম্পর্কে গ্রামপুলিশের সঙ্গে মতবিনিময় সভা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিকল্প হিসেবে ভারতেরই দুই ভেন্যু ভাবনায় আইসিসি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অবস্থানগত লড়াইয়ে আটকে আছে।

টুর্নামেন্ট শুরু হতে এখন মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি। কিন্তু বাংলাদেশ ভারত গিয়ে নির্ধারিত ম্যাচ খেলবে কি না—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বিসিবি চায়, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ দাবিতে আইসিসি একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বিসিবি। তবে আইসিসির অবস্থান ভিন্ন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম আগেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে। সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে, যার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে তাদের কোনো সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।

এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পরই বাংলাদেশ ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে।

আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। সম্ভাব্যভাবে সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তারা। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি ও ভেন্যু বদলের বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ থাকায়, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি মেনে নেবে—এ সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

সূত্র: ক্রিকবাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com