ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগের মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে।

কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অনিচ্ছুক।

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির ওপরই নির্ভর করছে। এ বিষয়ে এত দিন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে ভারত সরকার। তবে সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে ভারত প্রস্তুত রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি একান্তই বাংলাদেশের বিষয় বলে মনে করছে ভারত সরকার।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রীড়া নীতিমালা অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় অথবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

ভারত সরকারের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল ভারতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সব সময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তবে বাংলাদেশ আসবে কি না, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই। বল এখন বাংলাদেশের কোর্টে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

» ৭০ আসনে ভালো ফল পাওয়ার আশা জাতীয় পার্টির

» স্থলবন্দরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

» ডেভিল হান্ট ফেইজ-২ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জন গ্রেপ্তার

» ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে: গভর্নর

» অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

» যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে: রিজওয়ানা

» ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর

» মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা

» কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগের মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে।

কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অনিচ্ছুক।

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির ওপরই নির্ভর করছে। এ বিষয়ে এত দিন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে ভারত সরকার। তবে সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে ভারত প্রস্তুত রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি একান্তই বাংলাদেশের বিষয় বলে মনে করছে ভারত সরকার।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রীড়া নীতিমালা অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় অথবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

ভারত সরকারের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল ভারতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সব সময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তবে বাংলাদেশ আসবে কি না, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই। বল এখন বাংলাদেশের কোর্টে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com